Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ছবিসহ ভোটার তালিকাহালনাগাদ করণঃ

১।  জেলা নির্বাচন অফিসার, বাগেরহাট এর তফসীল মোতাবেক ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নংফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিত হন।  উক্ত নিবন্ধিত ভোটারগণের তথ্য উপজেলা সর্ভারের মাধ্যমে সেন্টার সার্ভারে আপলোড করা হয়।

২।  মৃত্যুজনিত কারণেভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।

৩।  এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও প্রেরণ করা।   

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত সেবাঃ

১।   জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত পরামর্শ প্রদান করা।

২।   জাতীয় পরিচয়পত্র সংশোধন এর আবেদন গ্রহণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করা।

৩।   সংশোধিত জাতীয় পরিচয়পত্র বিতরণ করা।

হারানো বা নষ্ট হইবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সংক্রান্ত সেবাঃ

১।   হারানো বা নষ্ট জাতীয় পরিচয়পত্র উত্তোলন সংক্রান্ত পরামর্শ প্রদান।

২।   হারানো বা নষ্ট জাতীয় পরিচয়পত্র উত্তোলন এর আবেদন গ্রহণ ও জেলায় প্রেরণ।

৩।   নতুন মুদ্রিত জাতীয় পরিচয়পত্র বিতরণ।

 

  • স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা।

 

জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রমঃ

১।   বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিস, বাগেরহাটহতেমনোনয়ন পত্র ও নির্বাচনী নির্দেশিকা ও বিভিন্ন ফরম সংগ্রহ করে রিটার্ণিংঅফিসারদের মাঝে বিতরণ করা ।

২।   জেলা নির্বাচন অফিস, বাগেরহাটহতেবিভিন্ন নির্বাচনের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেরিটার্ণিং অফিসার ওপ্রিজাইডিংঅফিসারদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণকরা ।

৩।   ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ণ করা ও তাদের নির্বাচনীপ্রশিক্ষণের যাবতীয়কার্যক্রম সম্পন্ন করা।

৪।    স্বচ্ছ ব্যালট বাক্স, লিডবা ঢাকনা বিতরণ করা ।

৫।    নির্বাচনী ফলাফল একীভুত করে জেলা নির্বাচনঅফিস, বাগেরহাটপ্রেরন করা

৬।    নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমেনির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা

৭।     নির্বাচন কমিশন সচিবালয় ও জেলানির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্নকার্যক্রম সম্পন্নকরা ।